মনীষী পঞ্চানন বর্মার স্মারক লোকসংস্কৃতি প্রেক্ষাগৃহ এবং গ্রন্থাগারের শুভ উদ্বোধন ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ঠাকুর পঞ্চাননবর্মার ১৫৮ তম জন্মতিথি উপলক্ষে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার জলপাইগুড়িতে মনীষী পঞ্চানন বর্মার স্মারক লোকসংস্কৃতি প্রেক্ষাগৃহ এবং গ্রন্থাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই প্রেক্ষাগৃহ এবং গ্রন্থাগার উদ্বোধন করেন ভারচূয়ালি ভাবে উৎবোধন করেন মূখ্য মন্টি মমতা ব্যানাজি। জলপাইগুড়ি তে উপস্থিত ছিলেন এসজেডএর ভাইস চেয়ারম্যান অমর সিং রাই সহ এসজেডিএর মুখ্য নির্বাহী আধিকারিক অভিজিৎ সবলে। জানা গেছে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা উত্তর-পূর্ব ভারতের রাজবংশী সমাজ সহ এলাকার মানুষের নবজাগরণের ঘটানোর অন্যান্য পথিক। এদিন উদ্বোধন করে ভার্চুয়ালি ভাবে মূখ্য মন্টি মমতা ব্যানার্জি। জলপাইগুড়ি তে উপস্থিত হয়ে এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দিতেই শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের এই প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *