অনিয়মভাবে সমবায় বাজারের কমিটি গঠন করায় রাস্তায় নেমে আন্দোলন ব্যবসায়ীদের, এছাড়াও বিডিও অফিসে ডেপুটেশন।


নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর ফুলিয়া সমবায় বাজারে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নির্বাচন না হওয়ায় প্রশাসক বসানো নিয়ে মত বিরোধ ব্যবসায়ীদের। এই বোর্ডের মেয়াদ গত ১৭ই সেপ্টেম্বর শেষ হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, এই সমবায় বাজারে প্রায় ৯০০ জন ব্যবসায়ী রয়েছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা নির্বাচনের দাবী জানালেও অথচ সম্প্রতি আলোচনা না করে গোপন ভাবে প্রশাসক মন্ডলী তৈরী করা হয় রাজ্য সরকারের সমবায় দপ্তরের পক্ষ থেকে। যা নিয়ে তৈরি হয়েছে বাক বিতর্ক। তারই প্রতিবাদে শুক্রবার বেলা বারোটা থেকে প্রায় দু’ঘণ্টা ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন। যদিও পরবর্তীতে প্রচুর সংখ্যক ব্যবসায়ী একত্রিত হয়ে শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে, তারপর একটি ডেপুটেশন জমা দেয় বিডিওর কাছে। ব্যবসায়ীদের দাবি উদ্দেশ্য প্রণলিতভাবে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি আমরা মানছি না। তবে কমিটি গঠনের পেছনে তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ব্যবসায়ীরা। অভিযোগ ক্ষমতার জোরে এই কমিটি গঠন করা হয়েছে। যদিও ব্যবসায়ীদের এই আন্দোলনকে সামাল দিতে ভিডিও অফিসে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে ভিডিও বিষয়টি নিয়ে ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করলে অবস্থান বিক্ষোভ তুলে নেয় সমবায় সমিতির ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *