নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাঁদুড়িয়া এক নম্বর জিপির নির্মলপল্লী মোড়ের দূর্ঘটনায় আহত দুই ব্যাক্তি।মোটরভ্যান বাইক ও ট্রাকের সাথে ট্রাক টি মেরে পালিয়ে যায়।মোটরভ্যান চালক গুরুতর আহত।তাকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাইক আরহীর প্রাথমিক চিকিৎসা করে সরডাঙ্গা তার নিজের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
চাঁদুড়িয়া এক নম্বর জিপির নির্মলপল্লী মোড়ের দূর্ঘটনায় আহত দুই ব্যাক্তি।

Leave a Reply