প্রতিবেশী পরিবারের সদস্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করায় প্রতিবাদ করলে যুবককে বেধারক মারধরের অভিযোগ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  যুবককে বেধরক মারধর করার পরে পুনরায় বাড়িতে গিয়ে প্রাণে মারার হুমকি। অভিযোগের তীর প্রতিবেশী পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে। বিচার চেয়ে থানার দারস্থ আক্রান্ত যুবক। শান্তিপুর গবারচর এলাকার যুবক সত্যজিৎ বর্মনের অভিযোগ, এদিন প্রতিবেশী পরিবারের বেশ কয়েকজন সদস্য তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সত্যজিৎ বর্মন প্রতিবাদ করলে আচমকায় বেধড়ক মারধর শুরু করে। অভিযোগ মারধর করার পরে, গভীর রাতে বাড়িতে গিয়ে ওই প্রতিবেশী পরিবারের সদস্যরা প্রাণে মারার হুমকি দেয় সত্যজিৎ বর্মনকে। আজ সকালে সত্যজিৎ বর্মন যখন কাজে যায় আবারো হামলা চালায় অভিযুক্তরা, পুনরায় মারধর করে। সত্যজিৎ বর্মন গুরুতর জখম অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করিয়ে দারস্ত হয় শান্তিপুর থানার, এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে থানায়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। তবে আক্রান্ত সত্যজিৎ বর্মন জানিয়েছেন সে দিনমজুরের কাজ করে, পরিবার তার ওপর নির্ভরশীল। এখন প্রতিবেশীরা বারে বার হুমকি দেওয়ায় খুবই আতঙ্কের মধ্যে রয়েছে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *