আবদুল হাই, বাঁকুড়াঃ অনেক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন রাজ্য সরকারের এক স্বপ্নের প্রকল্প ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। এই প্রকল্পকে সামনে রেখে প্রশাসনকে অনেক পদক্ষেপ এবং অনুষ্ঠান কর্মসূচিও গ্রহণ করতে দেখা গেছে। অসচেতনতার অভাবে পথ দুর্ঘটনায় যাতে কোন ব্যক্তির প্রাণ বেঘরে না যায়, তাই এই প্রকল্পের মাধ্যমে সমাজের প্রত্যেকটা স্তরে সচেতনতা মূলক বার্তাকে প্রচারিত হতে দেখা যাচ্ছে। সেরকমই একটি কর্মসূচী নিতে দেখা গেলো বাঁকুড়ার সোনামুখী থানাকে। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী পুরো সপ্তাহ জুড়ে সোনামুখী শহরে পালিত হবে । শুক্রবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সোনামুখী থানার পরিচালনায় আজ পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো। এদিন সারা শহর জুড়ে পুলিশ এবং কলেজের এন.সি.সি মিলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়ে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক কতুবুদ্দিন খান, সোনামুখী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সূর্যদীপ্ত ভট্টাচার্য সহ অনেক বিশিষ্ট জন। বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক কুতুবউদ্দিন খান আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, ‘মানুষকে সচেতন করাই তাদের মূল লক্ষ্য এদিনের কর্মসূচী থেকে সেরমই সচেতনতামূলক বার্তা প্রচারিত হলো’। আজকের কর্মসূচিতে সাফল্যমন্ডিত করতে অসংখ্য সাধারন মানুষের উপস্থিতিও লক্ষ্য করা গেল।
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ ।

Leave a Reply