প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : –পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তাই অসম্পূর্ণ কাজ শেষ করার পথে অধিকাংশ পঞ্চায়েত প্রতিনিধিরা। কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুলহাটি শিবতলা এলাকায় দু কিলোমিটার রাস্তার পরিস্থিতি খারাপ। বিভিন্ন অসুবিধের সম্মুখীন এলাকাবাসী। নির্বাচনের পূর্বে এলাকার পঞ্চায়েত প্রধানের প্রচেষ্টায় পুনঃনির্মাণের জন্য আজ সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল নারকেল ফাটিয়ে শুভ সূচনা করলেন।
হাওড়া সাঁকরাইল কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সন্ধিপুর পোল থেকে শুলহাটি শিবতলা হয়ে ধূলাগড় মোল্লাপাড়া পর্যন্ত
এলাকার ২ কিলোমিটার রাস্তা পুনরনির্মাণের কাজ শুরু হল। নারকেল ফাটিয়ে এবং রাস্তায় পিচ দিয়ে উক্ত রাস্তার কাজের শুভ সূচনা করলেন সাঁকরাইল বিধায়ক প্রিয়া পাল। ৪৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই রাস্তা pwd দ্বারা। মূলত এলাকার পঞ্চায়েত প্রধান অলোক কুমার দেটির ঐকান্তিক প্রচেষ্টায় উক্ত নির্মাণের কাজ শুরু হল বলে জানান পঞ্চায়েত সদস্য দেবেন পাত্র। উক্ত রাস্তাটি পুননির্মাণের কাজে সূচনার সময় উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। খারাপ রাস্তা পুরোটাই আবার নতুন করে তৈরি হয়ে যাওয়াতে খুশি এলাকার বাসিন্দারা।
কান্দুয়ায় শুলহাটি শিবতলা এলাকা থেকে ২ কিলোমিটার রাস্তা পুনরায় তৈরি সূচনা করলেন বিধায়িকা।

Leave a Reply