কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – আজ ১৪ ফেব্রুয়ারি। এই দিনে ভারতীয় সেনা বাহিনীর ৪০ জন জোয়ানদের বিস্ফোরণে উড়িয়ে দেয় জঙ্গীরা। সেই সেনাদের স্মরণীয় করে রাখতে কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির করেন তারা। এদিন কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে রক্তদান অনুষ্ঠিত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার সদরের মহকুমা শাসক রাকিবুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠনের কনভেনার বিপাশা সাহা, রাজিব ঝা সহ আরও অনেকে।
জানা গেছে, ভারতীয় ৪০ জন সেনাবাহিনী জোয়ান দের স্মরণীয় করে রাখতে সংগঠনের পক্ষ থেকে এদিন রক্তদান শিবির করা হয়। সেই রক্তদান শিবিরে প্রায় ২০ জন রক্ত দান করেছেন। এই দিনটিতে বর্তমান সময়ের ছেলে মেয়েরা ভালবাসা দিবস হিসেবে উৎযাপন করে থাকে। আমরা সেটা না করে সংগঠনের পক্ষ থেকে ভারতীয় জোয়ানদের সম্মান জানাতে আজকে ব্লাক ডে হিসেবে পালন করছে। তারই অঙ্গ হিসেবে আজকের এই রক্তদান শিবির বলে জানিয়েছে ওই সংগঠনের কনভেনার বিপাশা সাহা।
Leave a Reply