আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে । আজকের এই দিনটিতে যুবক-যুবতী থেকে সকলেই মেতে উঠেছেন একে অপরকে ভালোবাসা নিবেদন করছেন । আর এই ভালোবাসা নিবেদনের অন্যতম প্রধান মাধ্যম লাল গোলাপ । প্রেমিক-প্রেমিকাকে অথবা প্রেমিকা প্রেমিককে লাল গোলাপ দিয়ে ভালোবাসা নিবেদন করেন । তবে এত আনন্দের মধ্যেও মন ভালো নেই কোতুলপুরের ফুল বিক্রেতাদের । কেননা অন্যান্য বছরের তুলনায় এ বছ বেচাকেনা অনেকটাই কম ফলে স্বাভাবিকভাবেই তাদের মন খারাপ । অনেক দোকানদার রয়েছেন যারা ঋণ নিয়ে দোকানে ফুল তুলেছিলেন ভেবেছিলেন দুটো বাড়তি পয়সা আয় হবে কিন্তু বেচাকেনা না হওয়াতে সেই আশা টুকু নষ্ট হয়েছে ।
এক দোকান মালিক আমাদের ক্যামেরার মুখোমুখী হয়ে জানান , এবছর বেচাকেনা নেই বললেই চলে ফলে যে টাকার ফুল তুলেছি সেই টাকাই বেচাকেনা করা সম্ভব হচ্ছে না । স্বাভাবিকভাবেই আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ।
Leave a Reply