এজমালি গাছের আম ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদের জেরে অভিযুক্তদের ছয় হাজার টাকা জরিমানা ধার্য করলেন বিচারক ।

0
188

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৫ ফেব্রুয়ারী––– এজমালি গাছের আম ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদের জেরে অভিযুক্তদের ছয় হাজার টাকা জরিমানা ধার্য করলেন বিচারক । ঘটনায় দুই পুরুষ অভিযুক্তকে এক মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । অভিযুক্ত এক মহিলাকে আগামী কাল কোর্ট খোলা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক । দক্ষিণ দিজানপুর জেলা আদালত সূত্রের খবর, এদিন স্পেশাল কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনন্ত কুমার সিংহ মহাপাত্র এই সাজা শুনিয়েছেন । জানাগেছে, ২০০৭ সালে বালুরঘাটের চকবাজিতপুর এলাকার ঘটনায় । নূরনেহা বিবি নামে এক মহিলা থানায় অভিযোগ করেন । শরিকি গাছের আম ভাগাভাগির পর ৬টি আম বেঁচে যায় । যেগুলি সে নিজের কাছে রেখে দেয় । সেই ঘটনায় তাকে মারধর করে অভিযুক্ত শাজাহান মণ্ডল, মাজহার মণ্ডল এবং জাহানারা বিবি । আদালতে বিচারাধীন সেই মামলায় রায় শুনিয়েছেন বিচারক ।
***