দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত দুবরাজপুরের প্রাণকেন্দ্র পাওয়ার হাউস মোড়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের উদ্বোধন করা হয়। এদিন তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তারপর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য। এদিন উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সনাতন পাল, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সেখ নিজাম উদ্দিন সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উল্লেখ্য, এই ওয়ার্ডে কোনো স্থায়ী কার্যালয় ছিল না। তাই নতুন করে তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করা হল। এই কার্যালয়ে ৮ নম্বর ওয়ার্ডের কর্মীরা এবং আইএনটিটিইউসি-র কর্মীরাও এখানে কাজ করতে পারবেন বলে জানান পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি আরও জানান, এই ওয়ার্ডের জনগনের কিছু অসুবিধা হলে এখানে থেকেই সমস্যার সমাধান করা যাবে।
তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন দুবরাজপুরে।

Leave a Reply