নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—বেনারসের আদলে সেখানকার পুরোহিতদের দ্বারা সন্ধ্যা আরতির আয়োজন।
শিব মূর্তির সামনে অপূর্ব সন্ধ্যা আরতি দেখলেন হাজার হাজার মানুষ।
উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার সহ অন্যান্য অতিথিরা।
সত্য সনাতন বিহারী সংগঠনের পক্ষ থেকে শিব পূজা উপলক্ষে সোমবার রাতে মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনি এলাকায় প্রথম বেনারসের গঙ্গা আরতির আদলে সেখানকার পুরোহিত দ্বারা সন্ধ্যা আরতির আয়োজন করা হয়।
শিবরাত্রি উপলক্ষে সত্য সনাতন বিহারী সংগঠনের পক্ষ থেকে বিশালাকৃতির শিব প্রতিমা তুলে পুজোর আয়োজন করা হয়।
এদিন রাতে রকমারি আলোক বাতি, বাদ্য ধ্বনি সহযোগে বেনারস থেকে আগত পুরোহিতরা সন্ধ্যা আরতি করেন। আরতি দর্শন করেন বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার দর্শণার্থী। অনেকে মোবাইল ক্যামেরায় ছবি ও সেলফি তুলেন।
মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনি এলাকায় প্রথম বেনারসের গঙ্গা আরতির আদলে সেখানকার পুরোহিত দ্বারা সন্ধ্যা আরতির আয়োজন করা হয়।

Leave a Reply