কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমার ৫ বর্ষ পূর্তি একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান হয় মাতৃমার সামনে। এদিন সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ নাথ ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস, মেডিকেল কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল ও এমএসভিপি রাজীব প্রসাদ সহ অন্যান্যরা।
জানা গেছে, প্রথা মেনে উদ্বোধনী গান গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নার্স ও মেডিকেল কলেজের ছাত্রীরা। এর পরেই অথিতেদের বরণ করে নেয় হাসপাতাল কতৃপক্ষ। মাতৃমার জন্মদিন উপলক্ষে কেক কাটেনে অথিতিরা।
এদিন এবিষয়ে কোচবিহার এম জে এম মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদ জানান,,,,, কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃ মার পঞ্চম বর্ষ পূর্তিকে স্মরণ করে রাখতে একটি অনুষ্ঠান করা হয়। ওই অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক সহ বিভিন্ন আধিকারিকেরা ছিলেন। তাদের উপস্থিতিতে মাত্রীম আর পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান করা হলো। এবং কেক কাটা হয়।
Leave a Reply