বাংলা ভাগ নিয়ে বিজেপি দ্বিচারিতা করছে, তারা তাদের অবস্থান স্পষ্ট করুক : উদয়ন গুহ।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’ পাশ হয়েছে সোমবার। কিন্তু অধিবেশনে পৃথক রাজ্যের দাবিতে গণভোট চেয়ে ‘চমক’ দেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। যদিও দলীয় বিধায়কের ওই বক্তব্যের সম্পূর্ণ উল্টো সুর শোনা যায় শুভেন্দুর গলায়। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘‘আমরা বাংলা ভাগের পক্ষে নই। এক পশ্চিমবঙ্গ, শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ। এক ভারত, শ্রেষ্ঠ ভারত। কিন্তু উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে সমস্যা নিরসন করতে হবে।’’ যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

তিনি বলেন, বিজেপি বিধানসভায় বলে বাংলা ভাগ চায় না। বিধানসভার বাইরে আলাদা রাজ্যের কথা বলেন। তা না হলে কোচবিহারের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় কেন বলেন দিল্লির সাথে কথা হয়েছে কোচবিহার আলাদা রাজ্য হচ্ছে। আমরা চাই বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক। অনন্ত মহারাজকে বলুক বাংলা ভাগ হবে না। তারা বিধানসভায় বাংলা ভাগ চায় না বলে দক্ষিণ বঙ্গের মানুষকে ঠান্ডা রাখার চেষ্টা করেন। আর উত্তরবঙ্গের মানুষকে নিয়ে বাংলা ভাগের কথা বলে ভোট পাওয়ার চেষ্টা করেন। এটা চলতে পারে না। তারা তাদের অবস্থান স্পষ্ট করুক এবং জন সম্মুখে আনুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *