কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবাংলায় একটাই ফ্যাক্টরি, সেটা হলো বোমা তৈরির ফ্যাক্টরি। কোচবিহারের দলীয় কর্মসূচিতে এসে এমনি মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি কোচবিহারের সুকান্ত মঞ্চে দক্ষিণ বিধানসভা সাংগঠনিক বৈঠক করেন। সেই বৈঠক বিষয়ে তিনি কিছু না বললেও বীরভূমের মল্লারপুরের খরাশিনপুরে বোমা ফেটে জখম হয়েছে ৪ শিশু সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এটা বোমার ফ্যাক্টরি, একটাই শিল্প চলছে পশ্চিমবাংলায় সেটা বোমার ফ্যাক্টরি, তৃণমূল সেটাই শুরু করেছে, গ্রামে গঞ্জে যারা বোমা বাঁধতে পারে তারাই এখন পার্টির নেতা হয়ে গেছে। আর নিজেরা মারামারি করছে, রাস্তাঘাটে ঘাটে স্কুলে, মাঠে পরে রয়েছে বোমা। বাচ্চারা ভূল করে খেলতে গেলে ফেটে যাচ্ছে বোমা। হাত পা ফেটে যাচ্ছে,উড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এই যে ভয়ংকর পরিস্থিতি। আমার মনে হয় মানুষকে ভয় দেখিয়ে ভোট করার চক্রান্ত চলছে তারেই অংশ। হয়তো আরো বাড়বে। এছাড়া তৃণমূলের আর কোন পথ নেই।
পশ্চিমবাংলায় একটাই ফ্যাক্টরি, সেটা হলো বোমা তৈরির ফ্যাক্টরি: দিলীপ ঘোষ।

Leave a Reply