কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ করেছে তৃণমূল সরকার। তারপরেই আরও আজ সাংবাদিক বৈঠক করে কেন্দ্র সরকারের কাছে আলাদা কামতাপুর রাজ্য চাইলো কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। এদিন কোচবিহার জেলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন একথা জানান কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।
এদিন তিনি সাংবাদিক বৈঠকে তিনি জানান, কেন্দ্র সরকার আমাদের দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে আসছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে যদি আমরা কামতাপুর রাজ্য যেন পাই। সেই কারণে আমরা কেন্দ্র সরকারের আছে আবেদন করছি, যাতে দ্রুত কামতাপুর রাজ্য গঠন হয়।
এদিন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় ঠিক কি কি জানালেন আমরা শুনবো,,,, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার আমাদের আসা জাগিয়েছেন আলাদা কামতাপুর রাজ্য গঠন করে দেবেন। সময় গড়িয়ে গেলেও তারা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে আলাদা রাজ্য বা কামতাপুর রাজ্য গঠন যাতে হয় সে বিষয়ে কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি। তা না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
Leave a Reply