আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ২৩ শে ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। চলবে ৪ ঠা মার্চ পর্যন্ত।গত ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১১ লক্ষ।এবার তা কমে প্রায় ৭ লক্ষ দাঁড়িয়েছে। বাঁকুড়া জেলার মোট পরীক্ষার্থী ৩০২১৩মোট পরীক্ষা কেন্দ্র ১১৬ ।এদিন বাঁকুড়া জেলার সোনামুখী শহরের সোনামুখী বি জে হাইস্কুল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন স্কুল থেকে ২৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সোনামুখী পুলিশের পক্ষ থেকে আগত পরীক্ষার্থীদের জলের বোতল ও কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এবার প্রশ্ন ফাঁস আটকাতে তিনটি করে সিসিটিভি লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের প্রবেশের মুখে ও সদ্য আসা প্রশ্নপত্রের বান্ডিল খোলা জায়গায় ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।এছাড়াও পরীক্ষা চলাকালীন টুকলী রুখতে একাধিক ব্যসস্থা নেওয়া হয়েছে।
শেষ মুহূর্তের পাঠে চোখ বুলিয়ে নিচ্ছে পরীক্ষার্থীরা।

Leave a Reply