কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: দলীয় কর্মসূচিতে কোচবিহারে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা এলাকায় একটি কর্মসূচি করতে যান। সেখানে নিয়োগ দুর্নীতিতে কুন্তলের মুখে রহস্যময়ী নারীর নাম উঠে আসা প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সবে তো নাম আসতে শুরু করেছে। আরও অনেকের নাম আসবে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সিবিআই তদন্ত করে সবটা বের করবে।
এদিন তিনি আরও জানান,বিজেপি তো বঙ্গভঙ্গ চায়নি। উত্তরবঙ্গে দীর্ঘদিন উন্নয়ন হয়নি। বঞ্চনা হয়েছে। তাই প্রতিবাদ করছে। আর প্রতিবাদ করলে বিচ্ছন্নতাবাদীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।
অন্য একটি প্রসঙ্গে ডিএ নিয়ে কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সরকারের ডিএ দেওয়ার ইচ্ছা নেই। কতটা দিতে পারবে তা নিয়ে আলোচনা করুন। কিন্তু ওদের দেওয়ার ইচ্ছাই নেই। তাই বাজেটে মন্ত্রীকে চিরকুট লিখে ডিএ ঘোষণা করতে হচ্ছে।
সিঙ্গল ইঞ্জিন দিয়ে কোচবিহার -কলকাতা বিমান চালু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশিয়ারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এতদিন তো চালাতে পারছিলেন না । এখন চালানো হচ্ছে তাতে আপনার অসুবিধা হচ্ছে ! সিঙ্গেল ইঞ্জিন দিয়ে অনেক জায়গায় বিমান চলে।”
Leave a Reply