পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গিলাবনী এলাকায় খাবারের সন্ধানে প্রবেশ করল রামলাল নামক পূর্ণবয়স্ক হাতি,আর সাত সকালে হাতি প্রবেশ করতেই কার্যত হুলুস তুলুস বেঁধে যায় গোটা এলাকায়, কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে, তবে সাত সকালে এলাকায় দাঁতাল হাতি প্রবেশ করায় এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, অন্যদিকে পার্শ্ববর্তী এলাকায় সতর্কবার্তা দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।
সাতসকালে গড়বেতার গিলাবনীতে খাবারের সন্ধানে প্রবেশ করল হাতি, হুলুস তুলুস এলাকায়।

Leave a Reply