বাংলাদেশে গিয়ে ক্যারাটে খেলায় সোনা জয় করে দেশের নাম উজ্জ্বল করলো কোচবিহারের যুবক, তাকে সংবর্ধনা দিল বিজেপি বিধায়ক।

0
2639

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  ক্যারাটে খেলায় সোনা জয়ী হলো কোচবিহারের যুবক। ওই যুবকের নাম রাহুল বাসফোর। তার বাড়ি কোচবিহার শহরের ২০ নং ওয়ার্ডে। সম্প্রতি বাংলাদেশে সে ক্যারাটে খেলতে যায়। সেখানে সে একটি সোনা ও ব্রোঞ্জের মেডেল জয় লাভ করে।রবিবার তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যান কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে। সঙ্গে ছিলেন মিনতি দাস ঈশোর সহ অনেকে।

জানা গেছে, গত মাসের ৪ তারিখ রাহুল বাসফোর কোচবিহার থেকে বাংলাদেশে যান। সেখানে গিয়ে ক্যারাটে দুটি ইভেনে অংশ নেন। সেই দুটি ইভেনে সে সোনা ও ব্রোঞ্জ জয়ী হন। ভিন রাজ্যের গিয়ে দেশের নাম উজ্জ্বল করে ফিরে আসেন। সেই কারণে আজ রাহুলকে সংবর্ধনা দিতে আসেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে।

এদিন এবিষয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে জানান, কোচবিহারে যুবক রাহুল বাসফোর বাংলাদেশে গিয়ে সোনা ও ব্রোঞ্জ জয়ী হয়ে আসেন এবং দেশের নাম উজ্জ্বল করেন। তাই আমরা খুব খুশি। তাই তাকে আজ আমরা সংবর্ধনা দিতে এসেছি। তাকে সংবর্ধনা দিয়ে আমরা খুশি।