পারিবারিক বচসার জের।ঘরের ছেলে ঘরে ফেরেনি দুদিন, দুশ্চিন্তায় শৌভিকের পরিবার।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পারিবারিক বচসার জের।ঘরের ছেলে ঘরে ফেরেনি দুদিন হল। শেষবার বারসুই স্টেশন থেকে তিস্তা তোর্সায় মানসিক ভারসাম্যহীন শৌভিক সরকারকে তুলে দিয়েছিলেন ওই এলাকার মানুষজন। তবে বাড়ি ফিরে আসেনি সে। দুশ্চিন্তায় শৌভিকের পরিবার। পুলিশে অভিযোগ করেছেন তারা।জানা গিয়েছে, জলপাইগুড়ির রবীন্দ্র নগর এলাকার বাসিন্দা শৌভিকের বাবা সমর সরকার পেশায় টোটোচালক।পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল বলে জানিয়েছেন। শৌভিক ছাড়া সমরবাবুর আরও এক ছেলে ও মেয়ে রয়েছে। সমর বাবুর স্ত্রী ও মেয়ে বলেন, গত শুক্রবার সকালে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়।এরপর তার খোঁজ মেলে বারসুই এলাকায়। স্থানীয়রা শৌভিকের বাড়ির লোকের সাথে কথা বলে তাকে ট্রেনে তুলে দেন।কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ঘরের ছেলে ঘরে না ফেরায় দুশ্চিন্তায় সকলেই। ইতিমধ্যে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে শৌভিকের পরিবার।কোন খোঁজ পেলে 90026-47695 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা। এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, ছেলের খোঁজ না পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *