সুদীপ সেন, বাঁকুড়া:- পুরুলিয়া জেলার শুধু নয় সারা বাংলার পর্যটন মানচিত্রে পুরুলিয়া জেলার সাতুড়ী থানার বড়ন্তি বর্তমানে একটি সুপরিচিত নাম
পাহাড়, বন, বড়ন্তি লেক অর্থাৎ মুরাডি ড্যাম এর সাথে ফাগুনের এই আগুন মাসে বাড়তি পাওনা পলাশের অপূর্ব সমারোহ।
যত দূর চোখ যায় শুধু পলাশ আর পলাশ।
রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি রিসোর্ট ও লজে।
যার থাকা, খাওয়ার মূল্যও খুব বেশি নয়।
তার সাথে পাবেন আদিবাসী নৃত্য ও সঙ্গীত।
আর এই সকলের টানেই ঠিক রঙের উৎসব হোলির পূর্বে দুর দূরান্তের মানুষ ছুটে এসেছেন এই প্রাকৃতিক সৌন্দর্য কে উপভোগ করতে।
সব মিলিয়ে পর্যটন কেন্দ্র বড়ন্তি এখন জমজমাট।
Leave a Reply