জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আলুর বন্ড না পেয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল। মঙ্গলবার শহরের বলরামপুর রোড হিমঘরে সকাল থেকে কৃষকদের একটি অংশ বন্ড নিতে সেখানে আসে। বেশ কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে বন্ড না পেয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। পুলিশ কেউ হিমশিম খেতে হয় অনেক সময় এই বিক্ষোভ সামাল দিতে। অবশেষে এই বিক্ষোভ সামাল দিতে পুলিশ হিমঘরের সামনে বিক্ষোভরত কৃষকদের হিমঘর চত্বরে ঢুকিয়ে দেয়। ক্ষুব্ধ কৃষকদের অনেকেই জানান, হিমঘর কর্তৃপক্ষ আগে থেকেই ঘোষণা করেছিল ৭ তারিখ থেকে আলুর বন্ড দেওয়া শুরু হবে। সেই মতো এদিন তারা সকালে আসেন। জানতে পারেন আগের দিনই টোকন দিয়ে দেওয়া হয়েছে। আর এর পরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন কৃষকরা। খুব তো কৃষকরা হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা রকম একের পর এক অভিযোগ তুলতে থাকেন।
নাজিরহাটের দুলাল চন্দ্র ঘোষ জানান দুই বিঘা জমিতে আলু চাষ করেছি। কর্তৃপক্ষ ঘোষণা করেছিল ৭ তারিখ থেকে আলোর বন্ড দেওয়া হবে। সেইমতো ভোট থেকে এসে ঘন্টার পর ঘন্টা কাটলেও বন্ধ মেলেনি।
হিমঘরের সুপারভাইজার সৌড়িত সাহা জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন কোটা ভাগ করে দেওয়া হয়েছে। কৃষকরাও যাতে ঘরে আলু রাখতে পারে সেটা কেউ প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপরেও কেউ যদি এসে বিক্ষোভ দেখায় সেটা অবশ্যই প্রশাসন দেখবে।
আলুর বন্ড না পেয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল।

Leave a Reply