কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: গোটা দেশের সাথে কোচবিহারে শুরু হয়েছে হোলি উৎসব। বাংলার দোলকে ঘিরে সর্বত্র বসন্ত উৎসবের আয়োজন কোচবিহারে। মঙ্গলবার কোচবিহার জেলা জুড়ে নতুন রঙে রাঙ্গা হয়ে দোল উৎসবে মাতল কচিকাচা থেকে সাধারণ মানুষ। আজ সকাল নৃত্য সঙ্গীত প্রভৃতির মধ্য দিয়ে বসন্ত উৎসবের আয়োজন করেন মোহনা সাংস্কৃতিক সংস্থা।
এদিন কোচবিহার শহরের এনএন পার্কে ওই বসন্ত উৎসব হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সংস্থায় কর্ণধর দেববিন্দু ভৌমিক সহ অনেকে। এদিনের এই অনুষ্ঠান ঘিরে কচিকাঁচা তরুন তরুনীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ করা যায়। রঙ বেরঙের আবিরে রাঙ্গা হয়ে সঙ্গীত নৃত্য ও চিত্রাঙ্কনে ক্যানভাস তৈরি হয় উৎসব অঙ্গনে। চলে আবির খেলাও। সেখানে দেখা যায় প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ হাতে হাত রেখে নিত্য করতে।
Leave a Reply