পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায়ণ নদী তীরে মর্নিং ওয়াক থেকে ফিরে চায়ে পে চর্চায় বসলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। গতকাল রাত্রেবেলা তিনি তমলুকে এসে পৌঁছন এরপরে তমলুকের আজ ভোরবেলা তিনি হাঁটতে হাঁটতে তমলুকের রূপনারায়ন নদীর তীরে যান। সেখানে গিয়ে শরীর চর্চা করেন এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলেন এবং সেখান থেকে ফিরে তমলুকের নতুন পুকুর পাড়ে চাপে চর্চায় বসেন। সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। এরপর তিনি তমলুক থেকে বেরিয়ে মেচেদার উদ্দেশে রওনা হন। আজ জেলার সারাদিন ব্যাপী তার বিভিন্ন জায়গায় কর্মসূচি আছে।
তমলুকের রূপনারায়ণ নদী তীরে মর্নিং ওয়াক থেকে ফিরে চায়ে পে চর্চায় বসলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

Leave a Reply