জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বসন্ত উৎসব কে সামনে রেখে ঘুড়ি উৎসব জলপাইগুড়ি তে।কুড়ি নম্বর ওয়ার্ড কমিটির অভিনব কর্মসূচি গ্রহণ করা হয়েছে পুরুষ দের নিয়ে উত্তর বামন পাড়া ময়দানে অনুষ্ঠিত হয়েগেলো ঘুড়ি উৎসব।এইদিন ছোট বড় সকলেই লাটাই ও ঘুড়ি নিয়ে এই উৎসবে যোগ দিয়েছেন।লাল নীল সাদা হলুদ ইত্যাদি রং এর ঘুড়ি উড়িয়ে আনন্দে মেতে ওঠে। যদিও এই ধরনের উৎসব জলপাইগুড়ি তে প্রথম না হলেও। কয়েক দশক পরে এই ধরনের ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছিল।
লুপ্ত হচ্ছে ঘুড়ি ওড়ানোর রীতি, তাকেই তরতাজা করতে ঘুড়ি উৎসব হয়ে গেলো শহর জলপাইগুড়ি তে।

Leave a Reply