নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শ্রী কৃষ্ণের দোল উৎসব ও ধামেশ্বর গৌরাঙ্গ দেবের ৫৩৮ তম আবির্ভাব তিথি পালনে মুখর গোটা নদিয়াবাসী। শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব তিথি ও শ্রী কৃষ্ণের দোল উৎসব বা রংয়ের উৎসব উপলক্ষে, এদিন তীর্থভূমি নদীয়ার বিভিন্ন জায়গায় সকাল থেকে থেকে হাজার হাজার গৌর ভক্তবৃন্দ মেতে উঠেছে বিভিন্ন বাদ্য যন্ত্র সহযোগে নগর পরিক্রমায় । এছাড়াও শহরের বিভিন্ন মঠ মন্দির গুলিতে ও রাস্তায় কচি কাঁচা থেকে বড় সকলেই আবির বা রং খেলার আনন্দে মেতে উঠেছে। ঠিক তেমনি নদীয়ার মাঝদিয়ায় মাঝদিয়া সংস্কৃতিক মঞ্চের উদ্যোগে পালন করা হচ্ছে এ বছর ষষ্ঠতম বসন্ত উৎসব।
এছাড়া বিভিন্ন পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে শ্রী চৈতন্য দেবের মূর্তি বসিয়ে চলছে চৈতন্য দেবের আবির্ভাব উৎসব পালন। শুধু তাই নয় রং ও আবির সহযোগে ছোট থেকে বড় ৮ থেকে ৮০ সকলেই মেতে উঠেছে দোল উৎসবে। এদিন বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দোল যাত্রায় বিভিন্ন রঙে মেতে উঠেছে সকলেই। ঠিক এমনই চিত্র ধরা পরল নদীয়ার মাজদিয়ায়। ছোট থেকে বড় সকল বয়সী ছেলে-মেয়েরা এদিন শোভাযাত্রা সহযোগে রং খেলায় মেতে উঠলো।
Leave a Reply