এক দিকে ধর্মঘট সফল করতে, অন্যদিকে ধর্মঘট এর বিরুদ্ধে প্রচার।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জেলা শাসকের দপ্তরে আজ একদিকে বামপন্থী সংগঠন তারা তাদের মত DA দাবিতে দশই মার্চ যে ধর্মঘট পালন করবে তার বিক্ষোভ করছে জেলা শাসকদের দপ্তরে, অন্যদিকে দেখা গেল একই অন্য চিত্র। জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মচারী সংগঠন তারা জেলা শাসকের দপ্তরের সামনে দশই মার্চের ধর্মঘটের বিরুদ্ধে তারা স্লোগান তুলছে, শুধু তাই নয় তারা তীব্র ভাষার বামপন্থী সংগঠনকে আক্রমণ করছে এই স্লোগানের মধ্যে দিয়ে।জেলা শাসকদের দপ্তরের এখন একদিকে শাসক দলের অন্য দিকে বামপন্থী উত্তপ্ত হয়ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *