নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- যৌথ সংগ্রামী মঞ্চের ডাকা ধর্মঘট এর প্রভাব আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার আদালতে গেটে তালা ঝুলিয়ে সামনে আন্দোলনরত ধর্মঘট সমর্থনকারীরা। সরকারি কর্মচারীদের সম্মান উদ্ধার বকেয়া ডিএর দাবিতে একই ছবি জেলার বিভিন্ন সরকারি দপ্তর গুলিতে। অফিস গুলি খোলা থাকলেও, কর্মীদের উপস্তিতি নেই বললেই চলে।
আলিপুরদুয়ার আদালতে গেটে তালা ঝুলিয়ে সামনে আন্দোলনরত ধর্মঘট সমর্থনকারীরা।

Leave a Reply