নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রেলের কাজ চলায় বাতিল কয়েক জোড়া রেল পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা l রেল কর্তৃপক্ষের প্রচারের অভাবেই এই দুর্ভোগ এমনটাই অভিযোগ এক শ্রেণীর যাত্রীদের । গতকাল থেকেই দুর্ভোগে যাত্রী পরিষেবা, প্রাত্যহিক জীবনের চলাচল এর অন্যতম অবলম্বন ট্রেন ,আর সেই ট্রেনেরই চলাচলে সময় লাগছে কয়েক ঘন্টা । রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে বহু ট্রেন ,কখন স্টেশন থেকে ছাড়বে ট্রেন ,আর কখনই বা গন্তব্যে পৌঁছবে তার কোন নিশ্চয়তা নেই । রীতিমতো বাদুরঝোলা ভিড় ট্রেন গুলিতে । অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী সবারই শিয়রে সংক্রান্তি সপ্তাহের শেষ দিন । কেউ কেউ পৌঁছতেও পারলেন না তাদের গন্তব্যে, আর এই যাত্রী দুর্ভোগে রীতিমত নাজেহাল সাধারণ মানুষ । ট্রেনে বা স্টেশনে মধ্যেই সময় কাটাতে হচ্ছে যাত্রী দের। গতকাল থেকে আজও সকাল থেকে চরম ভোগান্তিতে নদীয়ার শান্তিপুরের রেল স্টেশনে ট্রেনের যাত্রীরা। ট্রেন চলাচলের এমনই দুর্ভোগ হওয়ায় যাত্রীদের মধ্যে একরাশ ক্ষোভ।
চলছে রেলের কাজ, প্রচারে ঘাটতি রেল কর্তৃপক্ষের, ট্রেন চলাচল কম হওয়ায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

Leave a Reply