আবদুল হাই, বর্ধমান:- বর্ধমান বর্ধমানের টিকরহাট এলাকায় রাস্তা থেকে অসুস্থ লক্ষী পেঁচা উদ্ধার করা হল।জানা গেছে,টিকরহাটের বাসিন্দা পঙ্কজ রায় গতকাল রাতে বাড়ির সামনে রাস্তায় এই অসুস্থ লক্ষী পেঁচাকে পড়ে থাকতে দেখেন।উনি তৎক্ষণাৎ বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফার সংস্থার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সংস্থার কর্মকর্তারা।হাবড়ার পেঁচা বিশেষজ্ঞ চিত্রক প্রামাণিকের সাথে আলোচনা করে সাথে সাথে শুরু হয় অসুস্থ লক্ষী পেঁচার চিকিৎসা। বর্তমানে পেঁচাটি সুস্থ বলে জানা গেছে।আজ আবার প্রকৃতিতে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।
রাস্তায় পড়ে থাকা অসুস্থ লক্ষী পেঁচার চিকিৎসা।

Leave a Reply