আবদুল হাই বাঁকুড়াঃ বর্তমান যান্ত্রিক সভ্যতায় হারিয়ে গেছে অনেক কিছু। হারিয়ে গেছে, ঢেঁকি। হারিয়ে যেতে বসেছে বাড়িতে বাড়িতে ধান সিদ্ধ। যুগের পর যুগ ধরে গ্রামের প্রত্যেক চাষি পরিবারে ধান সিদ্ধ করে সেই ধান ভালো করে রোদে শুকিয়ে চালকলে ধান ভাঙ্গানো হতো। এখন আর সবকিছুই অতীত। যান্ত্রিক সভ্যতায় মানুষের পরিশ্রম কমেছে আর হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্য। আর ধান সিদ্ধ রেওয়াজ নেই বাড়িতে বাড়িতে। যান্ত্রিক সভ্যতায় মানুষ হয়ে উঠেছে অলস। বাড়ছে বহু রোগ ব্যাধিও। কর্মের মাধ্যমে যে শারীরিক ব্যায়াম হয় তা যন্ত্রের প্রভাবে মানুষ আয়েশী হয়ে উঠেছে। বাড়ছে পেটের অসুখ, সুগার আর প্রেসার। গ্রামের মানুষ এখন অনেকেই টেলিভিশন আর মুঠোফোনে বন্দী। কৃষি কাজ যে হচ্ছে না তা নয়, কিন্তু সবই এখন যন্ত্র নির্ভর।
যান্ত্রিক সভ্যতায় হারিয়ে যেতে বসেছে বাড়িতে বাড়িতে ধান সিদ্ধ করার রেওয়াজ।

Leave a Reply