দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- অবৈধভাবে বালি এবং কয়লা পাচার করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। কিন্তু তাদের সমস্ত কৌশল বানচাল করে দিচ্ছে বীরভূম জেলা পুলিশ। তাই বীরভূম জেলা পুলিশ জেলার বিভিন্ন জায়গায় লাগাতার অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার হওয়া বালি এবং কয়লার গাড়ী আটক করছে। তাই গতকাল সোমবার রাত্রে বীরভূম জেলার দুবরাজপুরের গড়গড়া ব্রিজের কাছে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে অবৈধ কয়লা বোঝাই একটি ১১০৯ গাড়ি আটক করে দুবরাজপুর থানার পুলিশ। এই গাড়িটিতে প্রায় ১৫ টন অবৈধ কয়লা পাচার করছিল পাচারকারীরা। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। যদিও বা পুলিশকে দেখে চম্পট দেয় ১১০৯ গাড়ির চালক। এই গাড়ির মালিক কে অথবা কয়লাগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।
অন্যদিকে আজ ভোরবেলায় দুবরাজপুর থানার পুলিশ টহল দেওয়ার সময় দুবরাজপুর পানাগড় রাজ্য সড়কে তরুলিয়া মোড়ের কাছে অবৈধ বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক করল দুবরাজপুর থানার পুলিশ। এই বালি গুলো দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের অজয় নদীর বিভিন্ন ঘাট থেকে নিয়ে এসে অবৈধভাবে পাচার করছিল পাচারকারীরা। তাই পাচারের আগেই ট্রাক্টর গুলো আটক করে পুলিশ। যদিও বা পুলিশকে দেখে চম্পট দেয় গাড়ির চালকরা। উল্লেখ্য, এর আগেও বহু অবৈধ কয়লা বোঝাই গাড়ি ও বালির গাড়ি আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ।
কয়লা বোঝাই ১১০৯ ও বালি বোঝাই ট্রাক্টর আটক।

Leave a Reply