স্বর্গীয় সুবলচন্দ্র বৈদ্যের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা কোচবিহার থেকে একটি বাইক র‍্যালির মাধ্যমে রক্তিম যাত্রার শুভ সূচনা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- স্বর্গীয় সুবলচন্দ্র বৈদ্যের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা কোচবিহার থেকে একটি বাইক র‍্যালির মাধ্যমে রক্তিম যাত্রার শুভ সূচনা করে । এই রক্তিম যাত্রার গন্তব্যস্থল দার্জিলিং পর্যন্ত। এই রক্তিম যাত্রা চলাকালীন দেখা গেছে সংগঠনের যে সমস্ত সদস্যরা এই রক্তিম যাত্রায় অংশগ্রহণ করেছে তারা যাত্রাপথে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ তৈরি করার লক্ষ্যে এবং রক্তদানের প্রয়োজনীয়তা এবং উপকারিতা প্রচার অভিযান চালাতে।

পর্যায়ক্রমে এই বাইক রক্তিম যাত্রা উত্তরবঙ্গের ফালাকাটা ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জায়গায় পথ চলতি মানুষদের মধ্যে লিফলেট দিয়ে এবং হ্যান্ড মাইক এর মাধ্যমে মানুষদের সচেতন করছে। এ রক্তিম যাত্রা দার্জিলিং পৌছাবার পর দার্জিলিং ব্লাড ব্যাংকে একটি স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বলেও জানা গেছে। এই রক্তিম যাত্রায় অংশগ্রহণ করেছে সংগঠনের কোর কমিটির সম্পাদক রাজাবৈদ্য এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের সম্পাদক রাজা বৈদ্য জানান আমরা সারা বছর ধরেই মুমূর্ষ রোগীর প্রয়োজনে রক্তের ব্যবস্থা করে থাকি কিন্তু এই রক্তিম যাত্রার প্রধান উদ্দেশ্য থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে গোটা উত্তরবঙ্গ কে এক সূত্রে বাঁধা।

রক্তিম যাত্রা কোচবিহার রাজারহাট থেকে শুরু হয়। সেখানে আস্তা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় করে।

পর্যায়ক্রমে জলপাইগুড়ির শান্তিপাড়া বাস স্ট্যান্ড এলাকায় সচেতনতার বার্তা দেওয়া হয় এবং হ্যান্ডবিল বিলি করা হয়। সেখানে ব্লাড ডোনার অর্গানাইজেশন সংগঠনের সাথে শুভেচ্ছা বিনিময় করে জলপাইগুড়ি গ্রীন ভ্যালি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *