শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জলপাইগুড়ি‌র বিভিন্ন স্কুলের পরীক্ষা কেন্দ্রে‌র সামনে দেখা গেল অভিভাবকদের ভিড়।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম ও পানীয় জলের বোতল তুলে দিলেন তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যরা। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি‌র ‌সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেন পানীয় জলের বোতল ও কলম।

জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে এদিন সকাল থেকে এই চিত্র দেখা গেল। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিনহা সহ অন‍্যান‍্য ছাত্র নেতারা কলম ও পানীয় জলের বোতল তুলে দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পরীক্ষা শুরুর আগে ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতেই শুভেচ্ছা বার্তা দেন তারা। সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ সিনহা বলেন, প্রতি বছরই এই কর্মসূচি পালন করছি আমরা। এদিন সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা। তার এক ঘন্টা আগে থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে‌র সামনে পরীক্ষা‌র্থীদের ভিড় দেখা যায়। শেষ মুহূর্তে‌র প্রস্তুতি হিসেবে ব‌ইয়ের পাতায় চোখ বুলোতে দেখা যায় পরীক্ষার্থীদের। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধের জন‍্য এবার সব জায়গাতেই অতিরিক্ত বাস চালানোর ব‍্যবস্থা করেছে উত্তর‌বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ি ডিপো। জলপাইগুড়ি সদ‌র, রাজগঞ্জ ও মাল ব্লকের বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে বাসগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *