জলপাইগুড়ির বাবু পাড়ার সুভাষ ভবনে অনুষ্ঠিত হলো একদিনের কেরিয়ার গাইডেন্স ওয়ার্কশপ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভারত সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের অধীন নেহেরু যুব কেন্দ্র সংগঠন এবং হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জলপাইগুড়ির বাবু পাড়ার সুভাষ ভবনে অনুষ্ঠিত হলো একদিনের কেরিয়ার গাইডেন্স ওয়ার্কশপ। দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। যুব সমাজ কিভাবে স্বনির্ভর হবে এবং আত্মনির্ভরশীল হয়ে রোজগার করবে সেই পথ বাতলে দিতেই এই ধরনের আয়োজন বলে জানান হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব্যেন্দু মৌলিক।

কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী তপন চক্রবর্তী, কেরিয়ার কোচ শতুদ্র রায় এবং শান্তনু শর্মা। শান্তনু বাবু জানান, এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবী রাখে। আগামী দিনে এই কর্মশালা যুব সমাজের কাজে লাগবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *