নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পানীয় জলের দাবিতে রাস্তার উপর বালতি জলের বোতল নিয়ে বিক্ষোভ দেখালো মহিলারা। জলস্বপ্ন প্রকল্পের অন্তর্গত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে ফালাকাটা জুড়ে বাড়ি বাড়ি নল বাহিত পানীয় জল পৌঁছে দেবার কাজ শেষ। তা থেকে নিয়মিত প্রতিদিন দু’বেলা সকাল বিকাল জল পাচ্ছেন।ফালাকাটা পুরসভা ১০ নম্বর ওয়ার্ডের সুভাষ কলোনির অধিকাংশ বাড়িতেই পৌঁছয়নি ওই পাইপ লাইন। এলাকাবাসীর অভিযোগ, বাড়ির পাসে জলের রিজার্ভার থাকা সত্যেও আমরা পানিয় জল থেকে বঞ্চিত। পাইপ লাইন বসানোর সময় নতুন রাস্তা কেটে গর্ত করে পাইপ বসানো হয়েছে, কিন্তু রাস্তার সেই গর্ত ভরাট না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। রাস্তার যে পাইপ বসানো হয়েছে তা খুবই নিম্নমানের হওয়ার জন্য পাইপ ফেটে জল বেরিয়ে রাস্তা ও বাড়িতে জমে থাকছে। আগামী সাত দিনের মধ্যে আমাদের বাড়িতে জলের পাইপ না বসলে আমরা রিজার্ভারে তালা মেরে দেব।
পানীয় জলের দাবিতে রাস্তার উপর বালতি জলের বোতল নিয়ে বিক্ষোভ দেখালো মহিলারা।

Leave a Reply