জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিশাল অঙ্কের বাজেট পরিবেশন হলো জলপাইগুড়ি জেলা পরিষদের।2023,24সনের বাজেটেএকশো তিন কোটি নিরানব্বই লক্ষ টাকার বাজেট পরিবেশন হলো জলপাইগুড়ি জেলা পরিষদের।বাজেট পেসে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন ,জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক তেজোষশ্রী রানা ও জেলা পরিষদের অন্যান্য সদস্যরা।আজকের বাজেট। বিভিন্ন খাটে সেই বাজেট করা হয়েছিল বলে সভাধিপতি বলেন।গত বারের তুলনায় কিছুটা বেশি টাকা অঙ্কের এইবারের বাজেট পরিবেশন হয়েছে। মানুষের উন্নয়নের জন্য কয়েকটি প্রজেক্ট ও নেবা হয়েছে এইবারের বাজেটে।
বিশাল অঙ্কের বাজেট পরিবেশন হলো জলপাইগুড়ি জেলা পরিষদের।

Leave a Reply