নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নকল মোবিল উদ্ধার করলো। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং চাকদহ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই নকল মোবিল উদ্ধার করে গোপন সূত্রে খবর পেয়ে।চাকদহ ব্লকে তাতলা এক নম্বর জিপির ঘোষালপাড়ার ঘটনা।তাতলা ঘোষালপাড়ার বাসিন্দা সুমন ঘোষাল গত ছয়মাস ধরে কলকাতা থেকে খোলা মোবিল ব্যারেল ও লেভেল ছাড়া কিনে চাকদহ নিজের বাড়িতে নকল মোবিলের রমরমা ব্যবসা করতেন।নামিদামি লেভেল লাগিয়ে নকল মোবিল ভরে বাজারে সরবরাহ করতেন।খবর পেয়ে চাকদহ থানার পুলিশ ও এনফোর্সমেন্ট দপ্তর আজ সকালেই হানা দেয় ঘোষালপাড়ার সুমন ঘোষালের বাড়িতে।প্রচুর লেভেল মাল প্রস্তুতকারক সরঞ্জাম এবং পাঁচ ব্যারেল নকল মোবিল সহ সুমন ঘোষাল কে বামাল সমেত হাতে নাতে ধরে ফেলে। পরে আটক করে জিজ্ঞাবাদের জন্য।
নকল মোবিল উদ্ধার চাকদহে।

Leave a Reply