সরকারের অধিনে স্বশাসিত সংস্থার অডিট রিপোর্ট এর উপর পর্যালোচনা করলে পাবলিক আন্ডার টেকিং কমিটির বৈঠক বৈঠক অনুষ্ঠিত হলো কোচবিহারে।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- সরকারের অধিনে স্বশাসিত সংস্থার অডিট রিপোর্ট এর উপর পর্যালোচনা করলে পাবলিক আন্ডার টেকিং কমিটির বৈঠক বৈঠক অনুষ্ঠিত হলো কোচবিহারে। এদিন ওই বৈঠক অনুষ্ঠিত হয় সাগর দীঘি সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসে। এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন NBSTC চেয়ারম্যান পার্থ প্রতীম রায়, পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক আন্ডারটেকিং কমিটির চেয়ারম্যান বিধায়ক অপূর্ব সরকার, বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধায়ক কাজি আব্দুর রহমান,বিধায়ক অরুপ কুমার দাস, বিধায়ক সঞ্জয় কুমার নস্কর, বিধায়ক সুমিতা সিনহা, বিধায়ক শিখা চ্যাটার্জি সহ আধিকারিকরা।

জানা গেছে, বাসের পলুশন কতটা কন্ট্রোল হচ্ছে, বাস বডি অ্যাটভেটাসমেন্ট,NBSTC ইনকাম,গতিধারা ঠিকঠাক চলছে কিনা, NBSTC কর্মীদের অভাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ভেহিকেল এক অনুযায়ী ১৫ বছরের বেশি গাড়ি ব্যবহার করা যাবে না সমস্ত গাড়ির ক্ষেত্রে এ বিষয়টি আইন মেনে করা হবে এছাড়া সিএনজি ও ইলেকট্রিক বাস কোচবিহারে খুব শীঘ্রই চালু হচ্ছে। তার জন্য তার পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *