৮৫০ কিলোমিটার রাস্তার কাজ হবে কোচবিহার জেলায়, প্রচারের সূচনা জেলাশাসকের।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হচ্ছে। এই কাজ করা হবে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে। এই প্রকল্পে তৈরি করা হবে প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তা। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অধীন নিজস্ব তহবিল থেকে এই রাস্তা করবে রাজ্য। সেই ১২ হাজার কিলোমিটার রাস্তার মধ্যে ৮৫০ কিলোমিটার রাস্তার কাজ হবে কোচবিহার জেলায়। সেই কাজ শুরু আগে জনগণের সামনে তুলে ধরতে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের একটি টেবলো বের করা হয় কোচবিহার শহরে। ওই ট্যাবলো কোচবিহার জেলা পরিষদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকেরকরণে যাবে। ওই ট্যাবলোর সূচনা করেন কোচবিহার জেলা শাসক পবন কাদীয়ান,কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ সুচিস্মিতা দেব শর্মা সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন এবিষয়ে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমা কান্ত বর্মন জানান, আজ কোচবিহার জেলা পরিষদ থেকে জেলাশাসকের অফিস পর্যন্ত একটা ট্যাবলো বের করেছি। সারা রাজ্যজুড়ে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে যে ১২ হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ হবে। সেই ১২ হাজার কিলোমিটার রাস্তার মধ্যে ৮৫০ কিলোমিটার কোচবিহার জেলায় রয়েছে। জেলা জুড়ে ৩৭০টি রাস্তার কাজ করতে চলেছি। যার আনুমানিক ব্যয় ২৫০ কোটি টাকা। সেই পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে কাজ সম্পর্কের সাধারণ মানুষকে জানাতে আজকে আমরা একটা ট্যাবলো বের করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *