পঞ্চায়েত ভোটের হাওয়া বইতে ভোট বয়কটের ডাক ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পঞ্চায়েত ভোটের হাওয়া বইতে ভোট বয়কটের ডাক । পঞ্চায়েত ভোট প্রভাব আসতেই বয়কটের ডাক দিলেন মালদহের বামনগোলা ব্লকে গ্রামবাসীরা। উল্লেখ্য ভোট আসে ভোট যাই তাও রাস্তা মেরামত হয়নি। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা মেরামত দাবি জানিয়ে এবারে বামনগোলার ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর,বাহেরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তার দাবি জানিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন। স্থানীয় সূত্র জানা গেছে বিভিন্ন নেতা-মন্ত্রী সহ প্রশাসনের কর্ত্তাদের তাদের সমস্যা জানিও কোন লাভ হয়নি শুধু আশ্বাস দেয়া হয়েছে সমস্যা সমাধান করা হয়নি। তাই এবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের পিরলতলা ঘাট থেকে শিয়ালডাঙা মোর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তার না হওয়াতে তাদের বর্ষাকালে সমস্যায় পড়তে হয় টোটো থেকে অ্যাম্বুলেন্স বোকার মত পরিস্থিতি থাকেনা বর্ষাকালে এই রাস্তা দিয়ে গাজোল যাওয়ার সুবিধার রয়েছে বর্ষাকালে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় রাস্তার জন্য । তাই তারা ভোট ঘোষণার আগেই ভোট বয়কটের ডাক দিয়েছেন।বহুবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন মহলে জানিয়ে কোন লাভ হয়নি।রাস্তা না হলে ভেট হবেনা বলে পোস্টার লাগিয়ে জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *