নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২৪ শে মার্চ ছিল যক্ষা দিবস। এদিন যক্ষা রোগ সম্পর্কে গোটা শান্তিপুরবাসীকে সচেতন করতে আশা কর্মীদের সাথে নিয়ে এক বিশেষ সচেতনতা র্যালির আয়োজন করল শান্তিপুর পৌরসভা। এই র্যালিতে অংশগ্রহণ করে শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ। এছাড়াও অংশগ্রহণ করে পৌরসভার অন্যান্য পৌর প্রতিনিধিরা। এই বিশেষ সচেতনতা র্যালি সম্পর্কে পৌরপতি সুব্রত ঘোষ জানিয়েছেন, বহু মানুষ টিবি রোগে আক্রান্ত। আগামী দিনে টিবি রোগ যাতে না ছাড়াই এবং সারা ভারতবর্ষ জুড়ে টিবি রোগ যাতে নির্মূল করা যায় সেই লক্ষ্যে মানুষকে সচেতন করতেই ই র্যালির আয়োজন। তবে আগামী দিনেও শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তাদেরকে সাথে নিয়ে টিবি রোগ সম্পর্কে সচেতনতা শিবির করবে পৌরসভা।
যক্ষা রোগ মুক্ত করার লক্ষ্যে আশা কর্মীদের সাথে নিয়ে বিশেষ সচেতনতা র্যালির আয়োজন পৌরসভার।

Leave a Reply