ভেস্তে গেল খেলা, কাপড় মাড় দেওয়ার কাজ বন্ধ, বিদ্যালয়ে আসতে চাইছে না ছেলেমেয়েরা, অসুস্থ এক ষাঁড়ের জ্বালাতনে অতিষ্ঠ এলাকাবাসী, অবশেষে চিকিৎসা শুরু হল বিভিন্ন দপ্তরের সহযোগিতায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত দুদিন যাবত শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের চরজিজিরা খেলার মাঠ সংলগ্ন এলাকায়, রাতের ঘুম উড়েছে এলাকাবাসীদের। দিনেও ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়ে আজ স্কুলের উপস্থিতি মাত্র সাত জন ছাত্রছাত্রী। সংলগ্ন এলাকায় তাঁতের শাড়ি মার দেওয়া বেশ কিছু পরিবার কর্মহীন হয়েছেন এই দুদিনে। মাঠে একদিকে যেমন জোনাল স্পোর্টস ব্যাহত হয়েছে তেমনি, বাচ্চাদের খেলা বন্ধ রয়েছে।
সরাসরি কাউকে সেভাবে আক্রমণ না করলেও এলাকাবাসীদের আন্দাজ তার শারীরিক কোন অসুস্থতার কারণেই দৌড়ে বেড়াচ্ছে সে, আর তাতেই আতঙ্কিত হয়ে এলাকার বেশ কয়েকজন পড়ে গিয়ে জখম হয়েছে।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভা , সকলেই এলাকাবাসীর আবেদনে তৎপর হয়েছেন বলে জানিয়েছেন আমাদের। ৪৮ ঘন্টা কেটে যাওয়ার পরেও, মানুষের দুশ্চিন্তা কাটেনি আজ।
যদিও গতকাল শান্তিপুর থানার পুলিশ এবং অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিক ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

আজ বিকালে বনদপ্তরের কৃষ্ণনগর অফিস এবং পলাশগাছি বিট অফিস থেকে সহযোগিতায় আসেন আধিকারিক এবং কর্মীরা, প্রানি সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা আসেন সুদূর মুর্শিদাবাদ থেকে।

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিনিধিদের সহযোগিতা করতে উপস্থিত হয়েছিলেন, বনদপ্তরের আধিকারিক এবং কর্মীরা।
এলাকাবাসীর সহযোগিতায় , দীর্ঘ দু’ঘণ্টার প্রচেষ্টায়, ঘুম পাড়ানো গুলি দিয়ে তাকে ধরা সম্ভব হয়।
এবং চিকিৎসা শুরু হয়েছে বলেই প্রাথমিকভাবে জানিয়েছেন আগত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *