হিতৈষীর উদ্যোগে রক্তদান কর্মসূচি শালবেদিয়া গ্ৰামে।

আবদুল হাই, বাঁকুড়াঃ জেলার ব্লাড ব্যাংক গুলিতে ক্রমশ প্রবল হচ্ছে সংকটের ছবি।এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষু রোগীকে মৃত্যুবরণ করতে হয়।রোগীর আত্মীয় পরিজনদের হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। রক্তদান জীবনদান এই বাণীকে পাথেয় করে হিতৈষী বাঁকুড়া এবং শালবেদিয়া বিবেকানন্দ ক্লাবের সহযোগিতায় শালবেদিয়া গ্রামে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।উক্ত শিবিরের উদ্বোধন করেন রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের মধুহানন্দজি মহারাজ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মহতী অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের রক্তদান শিবিরে ৫২ জন রক্তদাতা অংশগ্রহণ করেন, যাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন প্রথমবারের রক্তদাতা। ৫২ জনের মধ্যে ছিলেন দুজন মহিলা যাদের বয়স,একজনের ৪৭ বছর এবং আর একজনের ২০ বছর। এই রক্তদান শিবিরে প্রান্তিক এলাকার মানুষদের সাড়া পেয়ে আমরা খুবই আনন্দিত। হিতৈষী বাঁকুড়া এভাবেই বাঁকুড়ার বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে রক্তদান শিবির চালিয়ে যাক আপনাদের সহযোগিতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *