কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: চোরের রানীর বড় গলা,কেন্দ্রীয় বরাদ্দের লুট বন্ধ প্রকল্প লুঠেরা দের শাস্তি এবং চাকরি চোরদের জেলে পাঠানোর দাবিতে কোচবিহার জেলাশাসকের করণে অবস্থান বিক্ষোভ করল ভারতীয় জনতা পার্টির। এদিন বিজেপির জেলা সদর দপ্তর থেকে একটি মিছিল বের হয়। সেই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের করনে আসেন। জেলা শাসকের করনে ঢোকার মুখে বিজেপি নেতা কর্মীদের আটক করে দেন পুলিশ। সেখানে বিজেপির নেতা কর্মীরা রাস্তার উপর বসে পড়ে। সেখানে তারা বিক্ষোভ সেখান। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে, তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতী রাভা রায়, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, শীতলকুচির বিধায়ক বরেন বর্মন, ফালাকাটার বিজেপি বিজেপি বিধায়ক দীপক বর্মন সহ আরও অনেকে।
এদিন এবিষয়ে ফালাকাটার বিজেপি বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, আমাদের আন্দোলনের যে শিরোনাম দিয়েছি তার থেকে বোঝা যায় চোরের মায়ের বড় গলা। এটা একটি প্রবাদ বাক্য। আপনারা দেখেছেন শাসক দলের নেতা মন্ত্রীরা চুরিকে তাদের নৈতিক দায়িত্ব বলে নিজেদের সাব্যস্ত করতে তাদের বাপ ঠাকুর দাকে ছাড়ছে না। কারণ তারা চিরকুটে চাকরি দিয়েছে এবং তাদের বাবা কাকারা সেই চাকরি দিয়েছে বলে দাবি করছেন। আমরা মনে করি এই সমস্ত চোর দের গ্রেপ্তার করে অবিলম্বে জেলে ঢোকানো উচিত বলে মনে করি। তাই আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ।
Leave a Reply