বিশ্বশান্তি কল্যাণার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে হয়ে গেল হোম যজ্ঞ।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- বিশ্ব শান্তি কল্যাণার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট এর পক্ষ থেকে হয়ে গেল সাঁকরাইল আন্দুল অডিটরিয়াম হলে সম্মেলন এবং হোম যজ্ঞ। দীর্ঘ চার বছর হল এই ট্রাস্টের বিভিন্ন ক্রিয়াকর্ম চলছে। মূলত ব্রাহ্মণদের একত্রিত করাই মূল উদ্দেশ্য এই ট্রাস্টের। বর্তমান প্রজন্ম পুরো পৌরহিত্তে আর কেউ আসতে চায় না সেই না থাকে আশায় রূপান্তরিত করাই মূল প্রচেষ্টা। এই ট্রাস্টের আক্ষেপ সরকারের দিকে নজর না দেওয়ায় সাংস্কৃতিক টোল গুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে তাই তারা সাংস্কৃতিক টোল পুনরায় খোলার দাবি জানান। পুরোহিত্য পেশাটা যাতে সমৃদ্ধশালী হয় তারও প্রচার এবং সাধারণ ব্রাহ্মণদের এগিয়ে আসার আহ্বান জানান। বর্তমানে রাজ্য সরকার পুরোহিত ভাতা যে ব্যবস্থা করেছেন এখনো অনেকে সেই পুরোহিত ভাতা পাননি, তাই যাতে সরকার এদিকে দৃষ্টি আকর্ষণ করেন তার জন্য ট্রাস্ট এর পক্ষ থেকে আবেদন করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সাঁকরাইল শাখার উদ্যোগে আন্দুলে অনুষ্ঠিত হলো মহা সম্মেলন। এই মহাসম্মেলনে হাওড়া শহর এবং গ্রামীন এলাকা থেকে ১০০০ এর বেশি সংস্কৃত পন্ডিত এবং ব্রাহ্মণ উপস্থিত হন। এখানে সাঁকরাইল, পাঁচলা, ডোমজুড়, উলুবেরিয়া, আমতা, বালি সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পন্ডিত এবং ব্রাহ্মণরা অংশগ্রহণ করেন। সকাল থেকে বিশ্ব শান্তির জন্য যঞ্জ পূজা পাঠ হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *