রাহুলের সাংসদ পদ বাতিলের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ালেন জাতীয় কংগ্রেস।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রের গণতন্ত্র ধ্বংসকারী সরকারের দমনপীড়ন নীতির প্রতিবাদ ও রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ দেখালো কংগ্রেস। এদিন কোচবিহার পুলিশ লাইনের পাশে কংগ্রেসের জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করেন কংগ্রেস সেবা দল। সেখানে থেকে মিছিল করে এসে কোচবিহার শহরের হরিসপাল চৌপথির পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এবং সেখানে কংগ্রেস কর্মীরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলিকা দাহ করেন এবং তাকে ধিক্কার জানান। এদিন ওই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সহ সভাপতি সুকমল বর্মন, মোশাররফ হোসেন, সুব্রত মুখোপাধ্যায়, ছায়া বর্মন, চন্দন রায় সহ আরও অনেকে।

এদিন এবিষয়ে কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায় জানান, সাংসদ সভায় রাহুল গান্ধী যখন প্রশ্ন তোলে তখন নরেন্দ্র মোদী কোন জবার দিয়ে পারে না। বারবার সেই প্রশ্নের সম্মুখীন হতে হয় বলেই পরিকল্পনা করে রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে মামলা করে বিজেপি। সেই মামলার যেন দুই বছরের বেশি সাজা হলে সাংসদ পদ খারিজ হবে। সেই কাজেই নরেন্দ্র মোদী করেছে। তার সাংসদ পদ বাতিল করে তার লোকসভায় যাওয়া আটকানো যায়। কিন্তু রাহুল গান্ধীকে আটকানো যাবে না। তাই বিরোধীদের মুখ রাহুল গান্ধী তাই তার কন্ঠ রোধ করার চেষ্টা করেছে মোদী। আজ আমরা তার প্রতিবাদে কোচবিহার শহরের হরিশ পাল চাউপথিতে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ালো এবং বিক্ষোভ দেখলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *