সূর্য তোরণ স্কাউট গ্রুপে পক্ষ থেকে হয়ে গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সূর্য তোরণ স্কাউট গাইড গ্রুপের পক্ষ থেকে চারদিন অনুষ্ঠান চলার পর আজ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হল। দীর্ঘ ১৩ বছর ধরে এই স্কাউটের পথে চলা। প্রথমে অল্প ছাত্র-ছাত্রী থাকলেও বর্তমানে 35 জন ছাত্রছাত্রী উপনীত হয়েছে এই স্কাউট গ্রুপে। আন্দুল পাকুরতলা শক্তি নগর মিলন সংঘ মাঠে হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই শুভক্ষণে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ দিল্লি পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা রশ্মি রাষ্ট্রবি জ্ঞা ভারত স্কোয়াড এন্ড গার্ড এর বিসিসি সুমিত মুখোপাধ্যায়, ভারত স্কাউট গার্ডের ডিসি অজয় সেনাপতি, ভারত স্কাউট গার্ডের ডিওসি সুরজিৎ রাউত সামিক বসু সৈকত খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্কাউট গ্রুপের সকল সদস্য ও অভিভাবকবৃন্দরা। কীর্তি ছাত্র ছাত্রীদেরদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সংগীত নৃত্য এবং নাট্য অভিনয় করলেন স্কাউট এর সদস্যরা। স্কাউট গ্রুপের মূল উদ্যোক্তা অমিত পল বললেন দীর্ঘ তেরো বছর ধরে আমাদের পথ চলা, প্রথম দিকে বাধা বিপত্তি থাকলেও পরে আস্তে আস্তে পরিবর্তন হয়ে ১৫ জন সদস্যর জায়গায় বর্তমানে সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছে। এলাকাবাসী এবং স্কাউট সদস্যের অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করলেন তিনি আগামী দিনে আরও যাতে এই স্কাউট গাইড গ্রুপের শ্রীবৃদ্ধি হয় তার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *