কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: হেরিটেজের অন্তর্ভুক্ত পুরো এক দীঘি দখল করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি কোচবিহার পৌরসভার অন্তর্গত ১৫ নং ওয়ার্ডের ‘রুপসী বিল’ দেখতে যান। সেখানে তিনি ছড়ায় কোচবিহার পৌরসভার বিভিন্ন আধিকারিক ও স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।
জানা গেছে, কিছু অসামাজিক মানুষ কোচবিহার পৌরসভার অন্তর্গত ১৫ নং ওয়ার্ডের ‘ রুপসী বিল’ টি দখল করার চেষ্টা চালাচ্ছে। সেই খবর কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানতে পরে। পরে কোচবিহারে পৌরসভার বিভিন্ন আধিকারিক ও স্থানীয় কাউন্সিল কে সঙ্গে নিয়ে ওই পুকুর পরিদর্শনে যান। এরপর ওই দীঘির যেসব অংশ বেআইনিভাবে দখল হয়েছে সেই খুঁটিগুলো উপড়ে ফেলা হয়েছে। ওই পুকুরটি হেরিটেজের তালিকা ভুক্ত হওয়ায় সেটিকে সংস্কার করে নতুন করে সাজানোর প্রস্তাব দেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পরে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “হেরিটেজের তালিকায় থাকা রাজ আমলের এই দীঘিটি দখল হয়ে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়েছিলাম আমি। এদিন যে সব জায়গা বেআইনিভাবে দখল হয়েছিল সেই অংশ দখল মুক্ত করা হয়েছে। খুব শীঘ্রই পুকুর সংস্কার করা হবে যাতে এলাকার বাসিন্দারা এই পুকুরের জল ব্যবহার করতে পারে। পাশাপাশি মাছ চাষও করা যায় কিনা সেই বিষয়ে মৎস্য দফতরের সঙ্গে কথা বলা হবে”।
Leave a Reply