উন্নয়নের পথ দেখাবে পথশ্রী।

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:–পঞ্চায়েত এলাকায় সমস্ত রাস্তাকে মূল রাস্তার সঙ্গে সংযোগ করে দিতে পথশ্রী প্রকল্পের রূপায়ন।২৮শে মার্চ সিঙ্গুর থেকে ভার্চুয়াল এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তিন হাজার কোটি টাকা ব্যয়ে ১২ হাজার কিলোমিটার রাস্তার নির্মাণ, পুনর্নির্মান ও রক্ষনাবেক্ষন করা হবে জানা যায়।যাদের জবকার্ড আছে তারা এই প্রকল্পে কাজ করবে বলে পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের রাস্তা গুলি উদ্ধোধন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি, সহ পঞ্চায়েত সদস্যবৃন্দ। পুরুলিয়া জেলা ৩৩২ টি রাস্তার অনুমোদন পেলেও এদিন পঞ্চায়েতে ২১৬ এবং জেলা পরিষদের অধীন ৩৭ টি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নিতুরিয়া ব্লকে ১৪টি রাস্তা নির্মাণের অনুমোদন মিলেছে। আনুমানিক ৫৯৪৭৭৬৬২ টাকা ব্যয়ে ১৬.৮৫ কিমি রাস্তা নির্মাণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হলেও এদিন সড়বড়ি মোড়ে ব্লক প্রশাসনের উদ্যোগ সাতটি রাস্তার উদ্বোধন করা হয়।যার দৈর্ঘ্য ৮.৮০ কিঃমিঃ।ব্যয় হবে ৩০২১৩৯১০ টাকা। এছাড়াও দুটি রাস্তা জেলা পরিষদের ৬৬২০০০০ টাকা ব্যয়ে ২.৫ কিমি রাস্তা নির্মাণের সূচনা করা হয়। গ্রামীন এলাকায় বসবাসকারী মানুষের চলার পথ মসৃণ করতে এই উদ্যোগ বলা হলেও বিরোধীদের বক্তব্য এতদিন দলের নেতারা বলছিলেন সব কাজ হয়ে গেছে। তাহলে এবার কি ভোটে জেতার পথ মসৃণ করতেই এই উদ্যোগ? মানুষ বুঝে গেছে কোন লাভ হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *